ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রোনালদোর যমজ সন্তানের একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৯ এপ্রিল ২০২২ | আপডেট: ০৮:৫৮, ১৯ এপ্রিল ২০২২

বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে ছিল যমজ সন্তান। সোমবার তাদের জন্ম হলো, এমন খুশির দিনে বাবা হিসেবে সবচেয়ে কষ্ট পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার নবজাতক পুত্রের মৃত্যুর খবর জানালেন পর্তুগালের অধিনায়ক।

সোমবার রদ্রিগেজ ও রোনালদো তাদের সদ্য জন্ম নেওয়া ছেলের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানালেন। 

রোনালদো চার সন্তানের বাবা, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ও মাতেও এবং মেয়ে ইভা ও আলানা। অবশ্য যমজ সন্তানের আরেকজন মেয়ে সুস্থ আছে বলেও জানান সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা।

 নবজাতক সন্তানের মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছেন রোনালদো।

লিখেছেন, ‘গভীর শোকসন্তপ্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি যে আমাদের নবজাতক ছেলের মৃত্যু হয়েছে। যে কোনো বাবা মার জন্য এটা সবচেয়ে কষ্টের অনুভূতি।’

তিনি আরো বলেছেন, ‘শুধু আমাদের কন্যা সন্তানের জন্ম আমাদের এই মুহূর্তটিকে কিছু আশা ও সুখ নিয়ে বেঁচে থাকার শক্তি দেয়। আমরা চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দিতে চাই তাদের বিশেষ যত্ন ও সমর্থনের জন্য। এই হারানোর শোকে আমরা সবাই বিধ্বস্ত এবং আমরা এই কঠিন সময়ে গোপনীয়তা চেয়ে বিনীত অনুরোধ করছি। আমাদের ছেলে, তুমি আমাদের কাছে অ্যাঞ্জেল। আমরা সবসময় তোমাকে ভালোবাসব।’

সন্তান হারিয়ে শোকার্ত রোনালদোকে সমবেদনা জানিয়েছে গোটা বিশ্ব। জ্যামাইকান অ্যাথলেট ইয়োহান ব্লেক ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন। রোনালদোর ক্লাব ম্যানইউও শোক প্রকাশ করে টুইট করেছে, ‘আপনার বেদনা, আমাদেরও বেদনা। এই সময়ে আপনার ও আপনার পরিবারের প্রতি ভালোবাসা জানাই এবং শক্তি প্রেরণ করছি।’

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি