ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮

মৌসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দলের সেরা খেলোয়াড়ের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ৫-২ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। গত সপ্তাহে লেভান্তের মাঠে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছিল মাদ্রিদের ক্লাবটি।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে জিদানের শিষ্যরা। হাইভোল্টেজ ম্যাচটির আগে বড় জয়ে আত্মবিশ্বাস বাড়লো টানা দুবারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

একের পর এক ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়া রিয়াল শনিবার রাতে ঘরের মাঠে শুরুটা করে বেশ ভালো। ম্যাচ শুরুর ৪৫ সেকেন্ডের মাথায় বাঁ-দিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে দেন লুকাস ভাসকেস।
সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো; কিন্তু মার্সেলোর পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে করিম বেনজেমার দুর্বল প্রচেষ্টা পোস্টে লাগে।

২৭তম মিনিটে বাঁ-দিক থেকে মার্সেলোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো।

পাঁচ মিনিট পর রোনালদো ডান-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে বেনজেমাকে বল বাড়ান। কিন্তু লক্ষ্যভেদে আবারও ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার। পরের মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ডের ভলি বাধা পায় পোস্টে।
৩৪তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ভাসকেসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় উঁচু শটে ব্যবধান আরও বাড়ান টনি ক্রুস। চার মিনিট পর লুকা মদ্রিচের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।

৭৪তম মিনিটে ব্যবধান কমান স্প্যানিশ ফরোয়ার্ড বাউতিস্তা। এর ছয় মিনিট পরেই মৌসুমে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ডি-বক্সের বাইরে থেকে গ্যারেথ বেলের জোরালো শট গোলরক্ষক ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে অনায়াসে জালে জড়ান টানা দুবারের ব্যালন ডি’অর জয়ী।

৮৩তম মিনিটে আরেকটি গোল শোধ করেন ২০১৩-১৫ পর্যন্ত রিয়ালে খেলা স্প্যানিশ মিডফিল্ডার আসিয়ের ইয়ারামেন্দি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে কাছ থেকে বেনজেমা আরেকটি সহজ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

২২ ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে এক ধাপ নিচে নেমে গেছে ভালেন্সিয়া।

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। শনিবারের আরেক ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি