ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রোনালদোর ৪০০ গোলের অনন্য মাইলফলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২১ অক্টোবর ২০১৮

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম ফুটবলার হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

শনিবার জেনোয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুবেন্টাস। কিন্তু ম্যাচের ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলে মাইলফলকটি স্পর্শ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্বদেশি ডিফেন্ডার জোয়াও কানসেলোর শট আরেক জনের পায়ে লাগার পর কোনোমতে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। কিন্তু আবার ফাঁকায় বল ফিরে এলে এবার টোকায় লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার। আর স্পর্শ করেন ৪০০ গোলের মাইলফলক।

এটি ছিল ইতালির শীর্ষ লিগে রোনালদোর পঞ্চম গোল। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে তার গোল ৩১১টি এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ৮৪ গোল।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি