রোবটে ব্যবহৃত হবে কৃত্রিম ত্বক
প্রকাশিত : ১৩:২৯, ১৫ আগস্ট ২০১৮
মানুষের ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে এটি স্পর্শকাতর। কৃত্রিমভাবে এমন ত্বক উদ্ভাবনের নিরন্তর গবেষণা চলছে। টাচ সেন্সেটিভ কৃত্রিম ত্বক উদ্ভাবন করা গেলে মানুষের প্রয়োজনে এবং রোবটিক গবেষণায় নতুন অধ্যায় সূচিত হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
কৃত্রিম ত্বক ব্যবহার করে রোবট অনুভূতিপ্রবণ হয়ে উঠবে। রোবটের ত্বকে স্পর্শ করলে সে মানুষের মতো সাড়া দেবে! আবার মানুষের শরীরেও প্রয়োজন মতো কৃত্রিম ত্বক ব্যবহার করা যাবে।
সুখবর হচ্ছে, এ ধরনের কৃত্রিম ত্বক উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির এক দল গবেষক। যেটি ঠিকমতো ব্যবহার করা গেলে রোবটকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
সূত্র : টেক শহর।
/ এআর /
আরও পড়ুন