ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

‘রোববার আদালতে হাজির করা হচ্ছে না খালেদা জিয়াকে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, `বড়পুকুরিয়া কয়লাখনি–সংক্রান্ত দুর্নীতি মামলায় রোববার আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও তাকে হাজির করা হবে না।`

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ তথ্য জানান তিনি।  

সানাউল্লাহ মিয়া জানান, বিডিআর বিদ্রোহ মামলার এই দিন শুনানি থাকায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দেবেন।

তিনি আরও জানান, `বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া জামিনে রয়েছেন। এ মামলায় রোববার বিশেষ জজ আদালত-২-এ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ মামলায় খালেদা জিয়াকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট (কারাগার থেকে আদালতে হাজির করানোর জন্য পরোয়ানা) পাঠান।`

বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ৫ অক্টোবর।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি