ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রোবেন যুগের অবসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১১ অক্টোবর ২০১৭

রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছে না নেদারল্যান্ডস। বাছাইপর্ব থেকেই ছিটকে পড়েছে তিনবারের রানার আপরা। মঙ্গলবার রাতে সুইডেনের বিরুদ্ধে বাছাইপর্বের শেষ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আরিয়েন রোবেন। দেশের জার্সি গায়ে রোবেনের ম্যাজিক আর দেখতে পাবে না ভক্তরা।

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের `এ` গ্রুপের শেষ রাউন্ডে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে সুইডেনকে ধরে ফেলে। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিশ্বকাপের খেলার সম্ভাবনা হারিয়েছে রোবেনরা। প্লে-অফে জায়গা পেতে সাত গোলের ব্যবধানে জয় দরকার ছিল রোবেনদের।বিককক

নিজের শেষ ম্যাচেও ঝলক দেখিয়েছেন রোবেন। দলের দুটি গোলই এসেছে তার পা থেকে। দেশের হয়ে রোবেনের অভিষেক হয় ২০০৩ সালে।৯৬টিম্যাচে দেশকে প্রতিনিধত্ব করেছেন ৩৩ বছর বয়সী এই উইঙ্গার। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল ৩৭টি, সহযোগিতা করেছেন আরো ২৯ গোলে। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো শিরোপা না জিতলেও ২০১০ বিশ্বকাপের রানার আপ ও ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া ডাচ দলের সদস্য ছিলেন তিনি।

তবে দেশের হয়ে না খেললেও আপাতত মাঠেই থাকছেন রোবেন। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিকে জার্সি গায়ে দেখা যাবে তাকে।

 সূত্র: গোলডটকম

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি