ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রোমাকে হারিয়ে জুভেন্টাসের অনন্য রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৩ ডিসেম্বর ২০১৮

ইতালিয়ান সিরিআ লিগে রোমার বিপক্ষে অসংখ্য সুযোগ হাতছাড়া করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ তারকার হতাশার রাতে উজ্জ্বল মারিও মানজুকিচ জয় এনে দিলেন জুভেন্টাসকে। ক্রোয়াট স্ট্রাইকারের গোলে রোমাকে হারাল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সেইসঙ্গে দারুণ এক রেকর্ডও গড়েছে জুভিরা।

শনিবার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। ফলে লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতে জয় ও একটি ম্যাচ ড্র করেছে জুভেন্টাস। লিগের ইতিহাসে আর কোনও দল এমন উড়ন্ত শুরু করতে পারেনি আগে কখনও।

ঘরের মাঠে খেলতে নেমে প্রথম সুযোগ তৈরি করে জুভেন্টাস। ম্যাচের অষ্টম মিনিটে সান্দ্রোর শট ফিরিয়ে দেন রোমার গোলরক্ষক। অষ্টাদশ মিনিটে আবার তিনি ঠেকান সান্দ্রোর বুলেট গতির শট।

তবে ম্যাচের ৩৫তম মিনিটে স্বাগতিকদের অপেক্ষার অবসান হয় মারিও মানজুকিচের দারুণ হেডে। মাতিও ডে শেলিও ক্রস থেকে দুর্দান্ত এক হেডে রোমার গোলরক্ষককে পরাস্ত করেন এ ক্রোয়াট তারকা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। চার মিনিট পর লক্ষ্যে থাকেনি তার হেড। ৫৮তম মিনিটে এই তারকা ফরোয়ার্ডের হেড কোনোমতে ঠেকান গোলরক্ষক। কর্নার থেকে আবার সুযোগ আসে রোনালদোর সামনে। তবে এবারও পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে। ফলে মানজুকিচের করা ম্যাচের একমাত্র গোলেই ন্যুনতম ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি