রোমাঞ্চকর ৭ গোলের জয়ে এমবাপ্পেরই ৫ গোল
প্রকাশিত : ১০:১০, ২৪ জানুয়ারি ২০২৩
ফরাসি লিগ কোপা দে ফ্রান্সে পেস ডি ক্যালেসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এরমধ্যে একাই পাঁচ গোল করেছেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে।
সোমবার রাতে ফরাসি ফুটবলের ষষ্ঠ সারির ক্লাব ক্যাসেলকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠল পিএসজি।
অন্য দুটি গোল করেন নেইমার ও কার্লোস সলের। এদিন লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামে ফরাসি ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে প্রথমদিকে কয়েকটা সুযোগ নষ্ট করলেও ২৯ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি পিএসজির। গোলের শুরু হয় এমবাপ্পেকে দিয়েই। নুনো মেন্দেসের পাস পেয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে।
৩৩ মিনিটে ব্যবধান বাড়ান নেইমার। ৩৪ মিনিটে দানিলো পেরেইরার থ্রু বল ধরে গোলরক্ষকের ওপর দিয়ে জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড। আর ৪০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বিরতির আগেই দলকে ৪-০ তে এগিয়ে দেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রাখে পিএসজি। আরও দুটি গোলের দেখা পান এমবাপ্পে। ৫৬তম মিনিটে নেইমারের বাড়ান বলে নিজের চতুর্থ গোলটি করেন ফরাসি তারকা। আর ৭৯ মিনিটে সলেরের পাস ধরে শেষ গোলটি করেন এমবাপ্পে।
মাঝে ৬৪ মিনিটে নেইমারের গোলমুখে বাড়ান বল অনায়াসে জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলার।
বাকি সময়েও পিএসজি অসংখ্য সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়েনি।
এএইচ