ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

রোলার স্কেটিং ফেডারেশনের সাবেক সভাপতি কামরুল ইসলামের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ২১ মার্চ ২০১৮

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাবেক সভাপতি কামরুল ইসলাম গত ৮ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি ১৯৯৫-১৯৯৬ এবং ২০০১-২০০৭ পর্যন্ত দুই মেয়াদে ৮ বছর বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক (১৯৮০-৮২) ছিলেন।

কামরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল নিউ দিল্লিতে দুটি রোলার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেন। তার নেতৃত্বে ১৯৯৪ এবং ইনচিয়ন কোরিয়া, ১৯৯৭ সালে উভয় প্রতিযোগিতায় বাংলাদেশ স্বর্ণপদক জিতে।

কামরুল ইসলাম ১৯৭৯ সালের ঢাকা ক্যাপিটাল লায়ন ক্লাবের সভাপতি ছিলেন এবং সিআরপি, গুলশান সোসাইটি, অফিসার্স ক্লাব ঢাকা ইত্যাদি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

কর্মজীবনে তিনি ইপিআইডিসি, বিসিইইসি, আইএফডিসি-ইউএসএআইডি, হার্টেক্স ফাউন্ডেশন বিশ্ব ব্যাংকের প্রকল্প পরিচালক প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে কয়েকজন স্থানীয় সমবায়ে উপদেষ্টা হিসেবে কাজ করেন।

মৃত্যুকালে কামরুল ইসলামের স্ত্রী, একটি পুত্র, একটি কন্যা সন্তান রেখে গেছেন।

প্রেস বিজ্ঞপ্তি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি