ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা ইস্যু : বাংলাদেশ পেল ১০২৭ ভোট, মিয়ানমার ৪৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১৮ অক্টোবর ২০১৭

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়টি ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গৃহীত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় মঙ্গলবার বিকেলে রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

সোমবার গুরুত্বপূর্ণ বিষয় (ইমারজেন্সি আইটেম ) হিসেবে আইপিইউ সম্মেলনে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যু নিয়ে ভোটাভুটি হয়। এতে ১০২৭ পায় বাংলাদেশ। ফলে আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হয়। বিপরীতে মিয়ানমার পায় মাত্র ৪৭ ভোট।

বুধবার জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল দেখছে খুবই গুরুত্বের সঙ্গে।

সারাবিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমতের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের কোনো প্রস্তাবনা গৃহীত হওয়ার ঘটনা এটাই প্রথম।

বুধবার শেষ হওয়া আইপিইউ সম্মেলনে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি