ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োজন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ১৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ প্রয়োজন। ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের আয়োজনে, "রোহিঙ্গা'স- ভিকটিম অব জেনোসাইড এন্ড লুকিং ফর আনসার" শিরোনামে এক আলোচনায় সভায় এসব কথা বলেন বক্তারা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম এর মাস্টার্সের এবংএন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এই ধরনের অ্যাকাডেমিক প্রোগ্রাম বিনা পয়সায় পরিচালনার জন্য।

সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক প্রধান মুন্সি ফয়েজ আহমেদ।  

তিনি বলেন "রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত এবং রোহিঙ্গা সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে। বিশ্ব শান্তির কথা বিবেচনা করে স্বল্পমেয়াদি অর্জনের থেকে দীর্ঘমেয়াদি ফলাফলের জন্য রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে পুনর্বাসিত করা প্রয়োজন।"

আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম এর সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।

সভাপতিত্বে তিনি বলেন, "বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুতে সর্বোচ্চ চেষ্টা করছে। বাংলাদেশের উন্নয়নের সাথে রোহিঙ্গা ইস্যু কোনো সমস্যা নয় তবে স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হবার সাথে শ্রমবাজারে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম এর সহকারী অধ্যাপক রেহেনা পারভিন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি