ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে চারজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ১২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একটি ট্রানজিট ক্যাম্পে আগুনে পুড়ে এক রোহিঙ্গা পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার অসাবধনতাবশত মোমবাতি থেকে আগুনের সূত্রপাত।

নিহতরা হলেন, মিয়ানমারের নাগরিক আব্দুর রহিমের স্ত্রী নুরবাহার (৩২) ও তার ছেলে আমির শরীফ (৮), মেয়ে দিলবিবি (৫) ও দেড় বছর বয়সী আরজুমান।

উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ঘুমধুমে একটি ট্রানজিট ক্যাম্প খোলা আছে। ওই ক্যোম্পে শুক্রবার ভোরে আশ্রয় নিয়েছিল রহিমের পরিবার। পরে অসাবধনতাবশত মোমবাতি থেকে রহিমের তাঁবুতে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হন তার পরিবারের চার সদস্য। তাদের উদ্ধার করে কুতুপালং রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে নিহতদের রাতে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি