ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ নতুন সংকটে : মওদুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১ ডিসেম্বর ২০১৭

প্রায় ১০ লাখ বিদেশি নাগরিক (রোহিঙ্গা) নিয়ে বাংলাদেশ এখন নতুন সংকটে পড়েছে বলে মস্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, এটার যেমন মানবিক দিক আছে, তেমন আন্তর্জাতিক দিকও রয়েছে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে `গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা` শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মওদুদ আহমেদ বলেন, এই ১০ লাখ মানুষের মাধ্যমে দেশে নৈরাজ্য, অরাজকতা আসবে। তাদের কারণে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন বিপন্ন হবে। তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে তিনি বলেন, আমি প্রায় ৫০ বছর ধরে সুপ্রিম কোর্টে কাজ করছি আজও শুনিনি যে, সাপ্তাহিক জামিন হয়। খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি