ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা শরণার্থী ১০ লাখে ঠেকতে পারে : জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে যে জাতিগত নিধনের যে প্রক্রিয়া চলছে তা বিদ্যমান থাকলে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী আসতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অপারেশসন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মোহামুদ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র সহকারী হাই কমিশনার জর্জ ওকোথ-ওব্বো বৃহস্পতিবার কক্সবাজার পরিদর্শন করে সাংবাদিকদের এ আশংকার কথা জানান।

 শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানান তিনি। এ বিষয়ে  আবদিকার মোহামুদ আরো বলেন, “আমাদের উদ্বেগ বাড়ছে।”

 গত ২৪ আগস্ট রাত থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরু হলে নতুন করে প্রায় চার লাখ শরণার্থী বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে উদ্ভুত সংকট সামলাতে আন্তর্জাতিক সম্প্রদায় ‘এখনও যথেষ্ট’ করছে না বলে মন্তব্য করেন তিনি।

শরণার্থীদের আশ্রয় এবং জরুরি সহায়তার প্রশংসা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আরও অনেক কিছু করতে হবে।”

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি