ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা সংকট : শরণার্থী বিষয়ক আইন চেয়ে আদালতে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:০৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী গণহত্যার প্রেক্ষাপটে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ প্রেক্ষাপটে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট চেয়ে এ আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী রাশিদুল হক খোকন।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চে চলতি সপ্তাহেই আবেদনটির শুনানি হতে পারে বলে তিনি জানান।

বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে আবেদনে।

রিটকারী আইনজীবী তানজিম আল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকে লক্ষাধিক শরণার্থী আমাদের দেশে বাস করে আসছে। এর মধ্যে সম্প্রতি মিয়ানমার থেকে লাখ লাখ শরণার্থী আশ্রয়ের উদ্দেশ্যে এদেশে আসছে।

বাংলাদেশ সরকার মানবিক দিক থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশ ১৯৫১ সালের শরণার্থী বিষয়ক কনভেনশন এবং ১৯৬৭ সালের শরণার্থী বিষয়ক প্রটোকল স্বাক্ষর করেনি। এ কনভেনশন এবং প্রটোকল স্বাক্ষর না করায় সরকারের পক্ষে শরণার্থী সংকট মোকাবেলা করা অনেকটা দুরূহ। এছাড়া দেশে শরণার্থী সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই। ফলে শরণার্থীরা কীভাবে বসবাস করবে তারও কোনো বিধি-বিধান নেই।

তিনি বলেন, সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের পাশাপাশি সমসাময়িক বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তিদেরও প্রত্যেকের আইনের আশ্রয় লাভের অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। কিন্তু সংবিধানের এ বিধান মতে শরণার্থীরা কীভাবে এবং কোন আইনে আশ্রয় নেবে তা আইন দ্বারা নির্ধারণ করা হয়নি। ফলে শরণার্থী সংক্রান্ত আইন প্রণয়ন করা জরুরি। এ কারণেই আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে এ রিটটি করা হয়েছে বলে জানান রিটকারী এই আইনজীবী তানজিম আল ইসলাম।

ডব্লিউএন

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি