ঢাকা, শুক্রবার   ০৫ জুলাই ২০২৪

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে চান ওআইসি মহাসচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১০:১০, ৫ আগস্ট ২০১৭

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চান ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন। রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের অধিকার রক্ষায় ওআইসি জাতিসংঘে লড়াই করছে বলে জানান ওসাইমিন।

তিনি বলেন, আমরা রোহিঙ্গাসহ মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার রক্ষায় মিয়ানমারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছি।

এছাড়া মানবিক, রাজনৈতিক ও আইনি সহায়তা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ ও সৌদি আরবের মতো দেশগুলোর প্রতি আহ্বান জনান তিনি।

সাম্প্রতি অভিযানে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের কীভাবে খুন, ধর্ষণ, গণধর্ষণ করা হচ্ছে তা জানতে শুধু মুসলিম দেশ নয়, পৃথিবীর সব দেশের মানুষকে এখানে এসে দেখার এবং ভুক্তভোগীদের কথা শোনার আহ্বান জানান ওআিইসি মহাসচিব।

রোহিঙ্গাদের পাশে থাকার জন্য তিনি বাংলাদেশ সরকার, সরকার প্রধান এবং বিরোধী দলের প্রশংসা করেন।

ক্যাম্প পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় তার সঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানযোগ তিনি কক্সবাজার আসেন। বেলা সাড়ে ১২টার দিকে কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্পে পৌঁছেন। পরে তিনি অনিবন্ধিত ক্যাম্পও পরিদর্শন করেন।

বেলা দেড়টার দিকে কক্সবাজার ফেরেন তিনি। চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছেন ওআইসি মহাসচিব।

দীর্ঘদিন ধরে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করে আসছে। গত বছরের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে নতুন করে আরও অন্তত ৫০ হাজার মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে বলে সরকারের ভাষ্য।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি