ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা : আরো ১৪ লাখ ডলার অনুদান দ. কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাহায্যার্থে এবার নতুন করে আরও ১৪ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার।

আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনইচসিআর ও দাতা সংস্থা ইউনিসেফ এর মাধ্যমে এ সাহায্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বিতরণ করা হবে বলে জানা গেছে।  

ঢাকায় নিযুক্ত কোরিয়ান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা পৌছে দিতে আরও ১৪ লাখ মার্কিন ডলার অনুদান অনুমোদন দিয়েছে। এ নিয়ে ২০১৭ সালের মধ্যে দেশটি রোহিঙ্গাদের জন্য ৩৪ লাখ মার্কিন ডলার অনুদান দিল।

এর আগে, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ২০১৭ সালের শুরুর দিকে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)কে ২০ লাখ ডলার অনুদান দেয় দেশটি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি