রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইরান
প্রকাশিত : ১৪:৫৬, ৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৭
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সরকারি বাহিনীর চলমান নির্যাতনে আহত এবং শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি’র আদেশে এসব ত্রাণ সামগ্রী নিয়ে আসবে রেডক্রস। ইরানের বার্তাসংস্থা ইরনা সম্প্রতি এই খবর প্রকাশ করে।
ইরানে রেডক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র হামিদ জামালোদ্দিনী ইরনাকে বলেন, “ইরানি প্রেসিডেন্টের নির্দেশে মিয়ানমারের আহত রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে একটি দল গঠন করা হয়েছে। রেডক্রস ও রেডক্রিসেন্টের আন্তর্জাতিক ফেডারেশনের আঞ্চলিক ব্যুরো কার্যালয়ের সমন্বয়ে উক্ত দলটি ত্রাণ সামগ্রী পৌছে দিতে প্রস্তুত।”
রেডক্রিসেন্টের এই মুখপাত্র বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানে আক্রান্ত মানুষদের জন্য এই ত্রাণ সামগ্রী প্রস্তুত আছে। ত্রাণ সামগ্রীর পাশাপাশি চিকিৎসা উপকরণও থাকবে এতে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষ হলেই ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুত আছে তারা।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসী দমনের নামে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন আরম্ভ করে দেশটির পুলিশ, সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ দল। এতে ইতোমধ্যে ৪শ রোহিঙ্গা মারা গেছে বলে সম্প্রতি দেশটির সেনা প্রধান এক সংবাদ সম্মেলনে জানান। আর বাংলাদেশে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। আরো অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত পথে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে।
এসএইচ/ডব্লিউএন
আরও পড়ুন