ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলার সাহায্য চেয়েছে জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার (২৪ মার্চ) জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে এই তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হলে নির্যাতনের শিকার হয়ে লাখো রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকটের অষ্টম বছরে প্রবেশ করলেও রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক আলোচনায় পিছিয়ে পড়েছে। অথচ এই জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য, জ্বালানি ও তহবিল সংকট রোহিঙ্গাদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, কেবল রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়, আশ্রয়প্রাপ্ত অঞ্চলের স্থানীয় জনগণসহ প্রায় ১৪ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তায় ৯৩ কোটি ৪৫ লাখ ডলার প্রয়োজন।

জাতিসংঘ জানিয়েছে, রোহিঙ্গাদের এক-তৃতীয়াংশের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে। শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ না পেলে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হতে পারে। তাই যতদিন পর্যন্ত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হয়, ততদিন আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি