ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রোহিঙ্গাদের নিয়ে লেখা কবিতা পাঠে আবেগাপ্লুত ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৫৫, ৬ অক্টোবর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গাদের নিয়ে লেখা একটি কবিতা পড়ে শোনালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে সোমবার জাসাসের উদ্যোগে রোহিঙ্গাদের নিয়েআলোকচিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনীঅনুষ্ঠানে তিনি কবিতা পড়েন।

কবিতাটি লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ‘স্টপ জেনোসাইড’ শীর্ষক এই প্রদর্শনীতে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার ছবি ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ফখরুল ইসলাম বলেন, এই প্রদর্শনীতে আজ কিছু অংশ তুলে ধরা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গেলে যে দৃশ্য দেখা যায়, তা একবিংশ শতাব্দীতে আমরা সহজে ভাবতে পারি না।

এরপর তিনি বলেন, সকলের শ্রদ্ধেয় গীতিকার-কবি গাজী মাজহারুল আনোয়ার এই অনুষ্ঠানটির আয়োজন করে আমাকে তার লেখা একটা কবিতা দিয়েছেন। সেই কবিতাটি আমি এখন পাঠ করব। এরপর তিনি কবিতাটি পড়ে শোনান। ‘অবাক হয়ে ভাবি’ শিরোনোম কবিতাটি পড়তে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

কবিতাটি হলো-

‘অবাক হয়ে ভাবি।

রোহিঙ্গাদের কতটাই ছিলো এমন দাবি।

একটি ভিটে, একটি ঘর, একটি সংসার।

তীব্র ঝড়ের আঘাতে তা হয়ে গেলো ছারখার।

মানবতা আজ নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত।

একটু মমতা কী কারো ছিল না মনে সঞ্চিত।

মায়ের বুকে কাঁদছে ওই রক্ত ঝরানো শিশু।

কোথায় ভগবান, কোথায় নদী, কোথায় বৌদ্ধ যীশু?

ওদের নিয়ে পত্রিকাতে কত হয় লেখা।

গালভরা সব বক্তৃতা শুনি, তারপরেও ওরা একা।

সাগরের জলে ভেসে যায় ওই শত শত কত লাশ।

পৃথিবী কী মনে রাখবে বিবর্ণ ইতিহাস।

আধপেটা খেয়ে কেটে যায় ওই কত দিন কত রাত।

ওদের জন্য আসে না তো আর শান্তির সুপ্রভাত।

গণতন্ত্র, ধনতন্ত্রের বাক্সে হয়েছে বন্দি।

রাজনীতি তাই অরাজনীতি সাথে করেছে সন্ধি।

শোন হে মানুষ, তীব্র কণ্ঠে করে যাও প্রতিবাদ।

গণতন্ত্রের জয় হবেই হবে, এটাই শেষ সংবাদ।’

 

কবিতা শেষে মির্জা ফখরুল বলেন, গাজী মাজহারুল আনোয়ারকে আমি ধন্যবাদ জানাই এই দুঃখের দিনে শুধু চোখের পানি না ফেলে উঠে দাঁড়াতে বলেছেন। রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসন করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার বাবার লেখা ‘ওরা এখন মানুষ নয়, শুধুই রোহিঙ্গা’ গানটি গেয়ে শোনান। গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন আহমেদ কিসলু।

 

/আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি