ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করবে যুক্তরাষ্ট্র: লিসা কার্টিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার পাশাপাশি তারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যেও কাজ করবে মার্কিন সরকার।

শনিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ট্রানজিট ক্যাম্পে এসব কথা বলেন কার্টিস। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় লিসা কার্টিসের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়নের ওপরও জোর দেন। রোহিঙ্গা সংকটে মানবিক সাড়া দেওয়ায় বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন কার্টিস।

মার্শা বার্নিকাট বলেন, রোহিঙ্গা পরিস্থিতিসহ সম্প্রতি সীমান্তে সেনা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার সামগ্রিক বিষয়ে আমরা নজর রাখছি। আমরা আশ্বস্ত করতে চাই, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফেরত যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে আমরা কাজ করব। তিনি বলেন, রোহিঙ্গারা শুধু মিয়ানমারেই নয়, নিজেদের গ্রামগুলোতে যাতে ফিরতে পারে সেজন্যও আমরা দেশটির সরকারের সঙ্গে কাজ করবো। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে মিয়ানমার সরকার কী করছে সেটিও জানতে চাইবো।  

মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী ও টেকনাফ উপজেলার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি