রোহিঙ্গাদের ৭০০ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে : এইচআরডব্লিউ
প্রকাশিত : ১১:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২০:১২, ৩ সেপ্টেম্বর ২০১৭
মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রোহিঙ্গা মুসলিমদের ৭০০-র বেশি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। উপগ্রহ-চিত্র থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটি বলছে, এসব ছবি গভীরভাবে উদ্বেগজনক। এটি রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে ধ্বংসলীলার মাত্রা আসলে আগে যা ভাবা হয়েছিল তার চাইতে অনেক বেশি।
মিয়ানমারের সেনাবাহিনী এবং সন্দেহভাজন রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের পর গত সপ্তাহে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। পালিয়ে আসা এই শরণার্থীরা জানায়, মিয়ানমারের সৈন্যরা তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
তবে মিয়ানমারের সরকার এ কথা অস্বীকার করে বলছে, তাদের নিরাপত্তা বাহিনী গত মাসে ঘটা একটি আক্রমণের মোকাবিলা করছে, যাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হাতে ২০টি পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছিল।
জাতিসংঘের অনুমান অনুযায়ী এ পর্যন্ত ৫৮ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকেছে। আরও প্রায় ২০ হাজার লোক সীমান্ত এলাকায় নাফ নদীর তীর বরাবর আটকে রয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনী জানিয়েছে, রাখাইন রাজ্যের সহিংসতায় এ পর্যন্ত ৪০০ লোক নিহত হয়েছে। যারা অধিকাংশই রোহিঙ্গা মুসলিম।
আর/ডব্লিউএন
আরও পড়ুন