ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রয়টার্সের দুই সাংবাদিক গ্রেফতারের নেপথ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে খবর সংগ্রহ করার সময় দুই সাংবাদিককে আটক করে মিয়ানমারের সেনাবাহিনী। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গণহত্যার খবর সংগ্রহ ও তা প্রকাশ করায় ওই দুই সাংবাদিককে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী।

এদিকে ওয়া লোন এবং কাইও সোও’র বিরুদ্ধে দেশের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। রয়টার্সের দাবি, রাখাইনে ১০ নিরস্ত্র রোহিঙ্গা নাগরিককে হত্যার ঘটনা উদঘাটন করায় তাঁদের গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী। অন্যদিকে জনগণের স্বার্থেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি, মিয়ানমার সেনাবাহিনীর।

এদিকে রয়টার্সের প্রধান সম্পাদক স্টেফান জে অ্যাডলার বলেন, ওয়া লোন ও কাইও সোও গ্রেফতারের পর তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখার চেষ্টা করেছি। এরপরই আমরা দুই রিপোর্টারের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিই, আমরা তাঁদের পাঠানো প্রতিবেদন প্রকাশ করবো।

বিশ্বের মানুষের জন্য তাঁদের পাঠানো প্রতিবেদনের মূল্য অনেক বেশি ও মানুষের আগ্রহের জায়গা থেকে আমরা প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নিই। এর প্রেক্ষিতেই ওই দুই সাংবাদিককে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী।

সূত্র: বিবিসি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি