ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

র‌্যনসমওয়্যার ভাইরাসের কারণে কার্যক্রমে বিঘ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:৫০, ১৫ মে ২০১৭

শুক্রবার থেকে চলা সাইবার অ্যাটাকে এবার এশীয় দেশগুলোর সরকার ও কিছু ব্যবসা প্রতিষ্ঠান থেকে র‌্যনসমওয়্যার ভাইরাসের কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে।
ভাইরাসটির কারণে বিশ্বের ১৫০টিরও অধিক দেশের দুই লাখেরও বেশি কম্পিউটার স্থবির হয়ে আছে। এতে বিশ্বব্যাপী শিল্পকারখানা, হাসপাতাল, চেইনশপ ও স্কুলের কার্যক্রম বিঘিœত হয়েছে। সোমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এশিয়ার চীনের জ্বালানি, পুলিশ বিভাগসহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি সংস্থা হামলার শিকার হয়েছে।  জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, হংকং, অস্ট্রেলিয়ার কিছু প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে। এদিকে মাইক্রোসফট বলেছে, ভয়াবহ এ সাইবার অ্যাটাক বিশ্বের জন্য এক সতর্কবার্তা। এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দোষ দিচ্ছে তারা।   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি