ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার মূলহোতা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার অন্যতম মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোশাররফ হোসেনকে নারায়ণগঞ্জের ভূলতা থেকে আটক করা হয়েছে। 

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মোশাররফের নেতৃত্বে প্রায় ২শ’ মানুষ গত ১৪ সেপ্টেম্বর র‌্যাবের হাতে আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। জমি দখল, চাঁদাবাজি ও কিশোর গ্যাং তৈরিসহ নানা অপরাধে যুক্ত ছিল মোশাররফ।  

গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে র‌্যাব-১র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে। আসামিকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার সময় আটককৃত মোশাররফের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়।

উক্ত ঘটনায় মোশাররফসহ ২৭ জন এবং অজ্ঞাত আরও দুইশতাধিক হামলাকারীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি