ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

র‍্যাব-জলদস্যু ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২৪ জানুয়ারি ২০১৮

বরগুনার পাথরঘাটার মাঝের চরের গহীন বনাঞ্চলে র‍্যাব-৮ এর সঙ্গে জলদস্যুদের কথিত বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। র‍্যাব-৮ জানিয়েছে, মাঝের চর এলাকায় জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়। এতে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মুন্না বাহিনীর প্রধান স্বপন পোদাও আছেন।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া বিষয়ক পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব।

পটুয়াখালী র‌্যার -৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব গণমাধ্যমকে জানান, ভোরে বনদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন পোদা ও তার দলবল সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অবস্থান করছিল। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় স্বপন বাহিনীর সদস্যরা ‌র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে । একপর্যায়ে তারা পালিয়ে গেলে তিনজনের লাশ এবং বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের ভাষ্য, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি ও পাঁচটি দেশি ধারালো অস্ত্র রয়েছে।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি