ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১ মে ২০১৭ | আপডেট: ১০:১৩, ১ মে ২০১৭

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
পুলিশ জানায়, গেলো রোববার রাত ১০টার দিকে ছাত্রলীগ কর্মী অন্তর ও পৌরসভার ১নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিফাতের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হন সিফাত ও অন্তর। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিফাতের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ ও চিকিৎসাধীন অন্তরকে আটক করেছে পুলিশ।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি