ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে নিহত ১, আহত ২

প্রকাশিত : ১৩:০১, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:০১, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতের গুলিতে আব্দুল ওদুদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। গেলো মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার চর লরেন্সে গ্রামের কড়ইতলা এলাকার গুদাম রোডে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানায়, রাতে ২০/২৫ জন সদস্যের ডাকাতদল ফাঁকা গুলি করে তাদের ঘরে দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় নিহত ওদুদের ছেলে ও নাতিকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ডাকাতরা। এতে বাধা দিলে ওদুদকে গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ডাকাতির সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি