ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ডিসির শীত কম্বল পেলো দুই শতাধিক ভাসমান জেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ১১ জানুয়ারি ২০২৪

লক্ষ্মীপুরে কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। এ শীতের মধ্যেই খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। খবর পেয়ে কম্বল নিয়ে মেঘনা নদীর পাড়ে ছুটে যান লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ শীতে প্রায় ২০০ পরিবার পেয়েছে ডিসির দেওয়া উষ্ণ উপহার। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের হাতে কম্বলগুলো তুলে দেন ডিসি। 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল। 

ভাসমান জেলেদের মধ্যে ৮০ বছরের বয়সী শহরজান বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন ডিসি। এতে শহরজান বানুর মুখে হাসি ফুটে উঠে। কম্বল বিতরণের আগে ডিসি কয়েকজন জেলের সঙ্গেও তাদের জীবন জীবিকা নিয়ে কথাও বলেন। জেলেরা নৌকায় থাকেন শুনে ডাঙায় ঘর পেলে থাকবেন কিনা জানতে চান ডিসি? ডাঙায় ঘর পেলে থাকবেন বলেও আশা ব্যক্ত করেন জেলেরা। 

শহরজান বানু বলেন, ডিসি আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন। রাতে প্রচুর শীত পড়ে। কম্বল গায়ে দিয়ে শীত থেকে বাঁচা যাবে। 

জেলে সর্দার সোহরাব মাঝি বলেন, আমাদের এখানে ২২০ টি পরিবার রয়েছে। এরমধ্যে কয়েকটি পরিবার ডাঙায় থাকেন। এছাড়া ২৫ টি পরিবারকে সরকার ঘর দিয়েছে৷ ১৮০ টি পরিবার নৌকাতেই বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই নৌকাতেই সংঘটিত হয়। ডিসি স্যার আমাদের সবগুলো পরিবারকেই কম্বল দিয়েছে। সবাই খুব খুশি হয়েছে।

তবে কম্বল বিতরণ নিয়ে কোন মন্তব্য করেননি জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি