ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ১১ জুলাই ২০২৪

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়্যার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ড ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেননি। এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আসার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুজন ব্যবসায়ী বলেন, ফোন কল দেওয়ার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও আগে এলে ক্ষয়ক্ষতি কম হতো।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা ভোর ৬টা ২০ মিনিটে ফোন কল পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছাই। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি