ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লঙ্কানদের বিরুদ্ধে ফুটবলারদের ১-০ গোলের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২৯ আগস্ট ২০১৮

না, এশিয়ান গেমসের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলোনা টিম বাংলাদেশ। এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে যে বার্তা দিয়েছিল ফুটবলারেরা শ্রীলঙ্কার বিরুদ্ধে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না তারা।

আজ বুধবার বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচটিতে লঙ্কানদের কাছে ১-০তে হেরে গেছে টিম বাংলাদেশ। এদিন প্রথম থেকেই দাপুটে ফুটবল খেললেও ১০ মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

লঙ্কান ফরোয়ার্ড মোহামাদ ফজল প্রায় ৪০ মিটার দূর থেকে চোখ ধাঁধানো শট নেন। বাংলাদেশের গোল কিপার শহীদুল আলম বল আটকাতে না পাড়ায় এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধের পুরোটা সময় বলের নিয়ন্ত্রণ জেমি ডে’র শিষ্যদের কাছেই ছিল। তবুও কয়েকবার সুযোগ পেয়েও গোল শূন্য থাকে বাংলাদেশ শিবির।

দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরার চেষ্টা অব্যাহত থাকে লাল-সবুজদের। বাংলাদেশের ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি বেশ কয়েকবার ব্যর্থ হন। শেষ পর্যন্ত কোনও গোল না পেয়েই নির্ধারিত সময় শেষ হয়। এতে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি