লজ্জাজনক হারের পথে বাংলাদেশ
প্রকাশিত : ২১:৩৩, ২৯ অক্টোবর ২০১৭
উইকেট পতনের মিছিলে সামিল এবার লিটন দাস। দলের ব্যাটিং শক্তি বাড়ানোর বিবেচনায় সুযোগ পাওয়া ব্যাটসম্যান ফিরলেন ৭ বলে ৯ রানে।
প্রিটোরিয়াসকে আগের বলেই পুল করে ছক্কা মেরেছিলেন লিটন। পরের বলটি জায়গা বানিয়ে খেলতে গেলেন। বোলার আবারও করলেন শর্ট বল। আবারও পুল, তবে নিয়ন্ত্রণহীন। শর্ট ফাইন লেগ থেকে পেছন দিকে ছুটে দারুণ ক্যাচ নিলেন ফ্রাইলিংক।
এ খবর লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৫ ওভারে ৭ উইকেট হারেয়ে ১১৮ রান।
অন্যদিকে সৌম্য সরকার আগের ম্যাচে আউট হয়েছেন ৪৭ রানে। আগেও ফিরেছেন ৪৮, ৪৩, ৪২ রানে। এবারও সম্ভাবনা জাগিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি হলো না সৌম্য সরকারের। ফিরলেন ৪৪ রানে। বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোকে স্লগ সুইপে উড়িয়ে মেরেছিলেন মিড উইকেট দিয়ে। একদম সীমানায় দাঁড়িয়ে ক্যাচ নিলেন হেনড্রিক্স। ২৭ বলে ৪৪ রানে ফিরলেন সৌম্য। বাংলাদেশের আরেকটি বড় ধাক্কা। ৯ ওভারে রান ৫ উইকেটে ৭২।
সৌম্যের আগে সাব্বিরও গেলেন একই পথে। আবার উইকেটের খাতায় দুমিনির নাম। তাতে আউট হলেন সাব্বির রহমান। আগের বলটিতেই দারুণ শটে চার মেরেছিলেন সাব্বির। পরের বলটি তুলে মারতে গেলেন। কিন্তু একদমই জোর হলো না মারে। সোজা মিড অফে হেনড্রিকসের হাতে। ৫ রানে ফিরলেন সাব্বির। ৫.২ ওভরে বাংলাদেশ ৪ উইকেটে ৩৭।
আরকে/ডব্লিউএন