ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

লন্ডন টেস্টে লিড পেল অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৯ জুলাই ২০২৩

লন্ডন টেস্টে দ্বিতীয় দিনে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৮৩ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ২৯৫ রান করেছে অজিরা। 

১০ রানে পিছিয়ে থেকে আজ শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় তৃতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড।

১ উইকেটে ৬১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দীর্ঘক্ষণ ক্রিজে থেকেও রান করতে পারেনি মারনুস লাবুশেন। ৮২ বলে ৯ করে আউট হন তিনি। তিন রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হন ওসমান খাজা। 

এরপর ৭০ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারিয়ে বিপাকে পরে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৪২ রানে ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর ভুলে রান আউট থেকে বেঁচে যান স্টিফেন স্মিথ। পরে প্যাট কামিন্সেরা সাথে জুটি গড়ে দলকে লিডের দিকে নিয়ে যান তিনি। 

৭১ রান করে স্মিথ ফিরে গেলেও কামিন্সের ৩৬, টড মারফির ৩৪ রানে ভর করে ১০ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস নেন ৩টি উইকেট। এছাড়া স্টুয়ার্ড ব্রড, মার্ক উড ও জো রুট ২টি করে উইকেট নেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি