ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:১৭, ১৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ব্যক্তিগত সফরে আজ শনিবার রাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া তারেক রহমানের বাসায় উঠবেন। চোখ ও পায়ের চিকিৎসার জন্য প্রায় ছয় সপ্তাহের মতো সেখানে অবস্থান করবেন তিনি।

বিএনপি নেত্রীর সঙ্গে যাচ্ছেন দলের নীতিনির্ধারকদের একটি দলও। সেই দলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও তার ছেলে তাবিথ আউয়াল রয়েছেন। এছাড়া একটি সেমিনারে অংশ নিতে শুক্রবার লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি