ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ ৫৮ জনের মৃত্যু হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৪:২২, ১৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

লন্ডনে গ্রিনফেল টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ ৫৮ জনের সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার পুলিশ ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। আগুনে পুড়ে যাওয়া ভবনটিতে উদ্ধার কাজ চলছে। কার্যক্রম পুরোপুরি শেষ হতে সপ্তাহখানেক লাগবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে, বিক্ষোভ ও চাপের মুখে পড়ে গাফেলতির কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বলেছেন, আগুন লাগার পর প্রথমদিকে দুর্গতদের জন্য সরকারি সহযোগিতা যথেষ্ট ছিল না। নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি