লন্ডনে অ্যাসিড হামলার শিকার দুই বাংলাদেশি তরুণ
প্রকাশিত : ২১:৪০, ২৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩১, ২৭ জুলাই ২০১৭
পূর্ব লন্ডনের বেথানাল গ্রিন এলাকায় দু’জন তরুণের মাথায় পানি ঢালছেন কয়েকজন মানুষ। তাদের মাথা ও মুখের চামড়া বিকৃত হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। লন্ডন শহরে এমন চিত্র ইদানীং অতি পরিচিত হয়ে উঠেছে।
পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণের উপর দাহ্য পদার্থ দিয়ে হামলা হয়েছে। ওই দুই তরুণ বাংলাদেশি বংশোদ্ভুত। তাদের একজন ২৪ বছর বয়সী শাখাওয়াত হোসেন। তবে অপরজনের পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, অ্যাসিড দিয়ে হামলা হয়েছে কি না, তারা নিশ্চিত নন। তবে অ্যাসিডের মতো মারাত্মক দাহ্য পদার্থ দিয়ে হামলা হয়েছে। যাতে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে।
বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের খুব কাছে রোমান রোডে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ে লন্ডনে একের পর এক অ্যাসিড হামলা নিয়ে সৃষ্ট আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটল। গত দুই সপ্তাহে লন্ডনে অ্যাসিড-জাতীয় পদার্থ দিয়ে এটি তৃতীয় হামলার ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ডেইলী মিরর জানায়, আক্রান্ত হওয়ার পর দুই তরুণ বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে গিয়ে সাহায্য চান।
আক্রান্তরা জানান, তাদের ওপর অ্যাসিড হামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, পুলিশ ও হাসপাতালকর্মীরা দুই তরুণের আক্রান্ত স্থানে পানি ঢালছে। পরে তাদের হাসপাতালের ‘বার্ন ইউনিটে’ চিকিৎসা দেওয়া হয়।
গত ১৬ জুলাই পূর্ব লন্ডনের মিঙ্গেল নাইটক্লাবে হামলার ঘটনায় দুই ব্যক্তি একচোখে অন্ধ হয়ে যান। এ হামলা ‘ক্ষয়কারী তরল’ দিয়ে ঘটানো হয়েছে বলে পুলিশ জানায়।
বর্তমানে বিদ্বেষমূলকসহ বিভিন্ন হামলায় অ্যাসিডকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হচ্ছে। আর এর টার্গেট মূলত: মুসলিমরা।
গত ১৩ জুলাই পূর্ব লন্ডনে মাত্র ৯০ মিনিটের মধ্যে পাঁচটি অ্যাসিড হামলার ঘটনা ঘটে। যা প্রশাসনকে ভাবিয়ে তুলছে। আর এর অন্যতম কারণ হিসেবে আইনি দুর্বলতা ও অ্যাসিডের সহজলভ্যতা দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে অ্যাসিড হামলা। মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, লন্ডনে এ ধরণের আক্রমন ২০১৫ সালের তুলনায় গত বছর অর্থাৎ ২০১৬ সালে ৭৪ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছিল ২৬১টি, যা ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় ৪৫৪টিতে। যা ২০১৪ সালে ছিল ১৬৬টি। লন্ডন টাইমসের মতে, ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত এ ধরণের হামলার ঘটনা ৩০ শতাংশ বেড়েছে।
সূত্র : ডেইলী মিরর, গার্ডিয়ান।
ডব্লিউএন
আরও পড়ুন