ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে `আমার গাঁও আমার ভালোবাসা` প্রামাণ্য চিত্রের প্রদর্শনী

সারওয়ার হোসেন, লন্ডন

প্রকাশিত : ১৯:৩৯, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাউরভাগ ডেভলপমেন্ট কমিটি ইউকের উদ্যোগে প্রামাণ্য চিত্র 'আমার গাঁও আমার ভালোবাসা' এর প্রথম প্রদর্শনী হয়েছে।সম্প্রতি পূর্ব লন্ডনের দারুল উম্মাহ কমিউনিটি সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
 
ময়নুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাউরভাগ ডেভলপমেন্ট কমিটির সভাপতি আব্দুর রশিদ ডালিম। প্রামাণ্য চিত্র প্রদর্শনকালে অনেকেই তাদের প্রিয় গ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য জানতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিতে ভেসে ওঠে ফেলে আসা শৈশবের সেই প্রিয় গ্রাম।বৃটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম খুঁজে পায় শেকড়ের সন্ধান।
 
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য জানতে চাইলে নুরে আলম রব্বানী বলেন,‘এ অঞ্চলের গুনীজনের পরিচিতিটুকু বিশ্বের দরবারে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই প্রদর্শনী।’
 
তিনি জানান, বাংলাদেশ ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ অন্যান্য দেশে এর প্রদর্শনী হবে।অনুষ্ঠানে  বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের  সাবেক মেয়র ও কাউন্সিলর আব্দুল আসাদ, বিডিসি’র প্রধান উপদেষ্টা আবুল লেইছ প্রমুখ। 

জানা যায়, উপমহাদেশের দার্শনিক ড.জি সি দেব, সিলেট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র দুলাল চন্দ্র রায় বাহাদুর, ঐতিহাসিক নানাকার বিদ্রোহ আন্দোলনের অজয় ভট্টাচার্যসহ অনেক বিশিষ্টজনের শৈশব স্মৃতি বিজড়িত লাওতা-বাউরভাগ গ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাংবাদিক নুরে আলম রব্বানীর গ্রন্থনা ও সম্পাদনায় এ প্রামাণ্য চিত্র নির্মিত হয়। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি