ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে প্রবাসী বাঙ্গালীরা যেন একেকজন ক্ষুদ্র চাষী

বিকুল চক্রবর্তী, লন্ডন থেকে ফিরে

প্রকাশিত : ১৮:৪২, ১১ আগস্ট ২০২৪ | আপডেট: ১৮:৪৩, ১১ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বাঙ্গালীদের অনেকেই যেন একেকজন ক্ষুদ্র চাষী। অনুপযোগী মাটি ও প্রতিকূল আবহাওয়াতেও তারা বাড়ির বাগানে চাষ করেন বিভিন্ন ধরনের ফুল-ফল ও শাক-সবজির। লন্ডনের এই কৃষকরা হতে পারেন দেশের মানুষের জন্য অনন্য উদাহরণ। 

রোকেয়া বেগম লোদী। বহু বছর থেকে লন্ডনে বসবাস করছেন। দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের মাথিউড়া গ্রামে। সখ তার সবজি চাষ করা। আর তাইতো লন্ডনে বসেও বাড়ির ছোট্ট আঙিনায় লাগিয়েছেন তিনি নানা ধরনের দেশীয় শাক-সবজী। 

মৌলভীবাজারের নাজমুল ইসলাম। অনেক বছর ধরে বসবাস করেন যুক্তরাজ্যের রেডিং শহরে। রেস্টুরেন্ট ব্যবসায় ব্যস্ত থাকলেও দিনের কিছুটা সময় কাজ করেন বাগানে। 

রোকেয়া বেগম ও নাজমুল ইসলামের মতো অনেক বাঙ্গালী বাড়ির ছোট পরিসরে চাষ করেন লাউ, শিম, টমেটো, ঝিঙা, শশা, পেঁপেসহ নানা ধরনের শাক সবজি ফল। অনেকে আবার বাণিজ্যিকভাবেও চাষাবাদ করেন। 

তারা জানায়, যুক্তরাজ্যের মাটি দেশীয় ফসল চাষের জন্য উপযোগী নয়, আবহাওয়াও অনুকূলে থাকে না। এছাড়া জমির সংকট তো আছেই। তবুও প্রবাসীরা চেষ্টা করেন দেশীয় ফসল উৎপাদনের। অনেকে আবার পালেন কবুতর। 

প্রবাসীরা জানান, বাতাসে যখন টমেটো শিমের সবুজ পাতা দোল খায় তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো সবুজ বাংলাদেশ।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি