ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে ভয়ঙ্কর চিঠি, মুসলিম নির্যাতনে পুরস্কার ঘোষণা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যে মুসলিমদের উপর নির্যাতনের অভিনব পন্থা বেছে নিয়েছে দুবৃত্তকারীরা। লন্ডনের একটি উগ্রবাদী গোষ্ঠী মুসলিমদের নির্যাতনে পুরস্কার ঘোষণা করেছে। এদিকে মুসলিমদের উপর হামলার আহ্বান জানিয়ে বাড়িতে বাড়িতে চিঠি পাঠিয়েছে গোষ্ঠীটি।

মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে আসন্ন ৩ এপ্রিলকে `মুসলিম নির্যাতন` দিবস পালনেরও আহ্বান জানিয়েছে লন্ডনের অজ্ঞাত ওই উগ্রবাদী গোষ্ঠী। লন্ডন পুলিশ ওই চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে। চিঠিতে মুসলমানদের ওপর বিভিন্ন নির্যাতনের জন্য ১০ থেকে ২ হাজার ৫০০ পর্যন্ত পয়েন্ট জিতে নেয়ার আহ্বান করা হয়েছে। এর মধ্যে পরমাণু বোমা মেরে মুসলমানদের সবচেয়ে পবিত্রস্থান মক্কা শরীফ গুড়িয়ে দেওয়ায় সবচেয়ে বেশি পয়েন্ট দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো মুসলিমকে মৌখিকভাবে লাঞ্ছিত করলে ১০ পয়েন্ট, মুসলিম নারীদের হিজাব বা স্কার্ফ খুলে নিতে ২৫ পয়েন্ট, মুসলিমের মুখে অ্যাসিড মারলে ৫০ পয়েন্ট, মুসলিমকে পেটাল ১০০ পয়েন্ট, ইলেকট্রনিক বা অন্য কোনো যন্ত্র দিয়ে মুসলিম নির্যাতন করলে ২৫০ পয়েন্ট, ছুরি বা অন্যকিছু দিয়ে কোনো মুসলিমকে হত্যা করলে ৫০০ পয়েন্ট, মসজিদে বোমা মারলে বা পুড়িয়ে দিলে ১০০০ পয়েন্ট এবং পরমাণু বোমা হামলা করে পবিত্র মক্কা শরিফ ধ্বংস করলে ২ হাজার ৫০০ পয়েন্ট দেয়া হবে।

চিঠি পাওয়ার পর লন্ডন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তাদের সঙ্গে তদন্তের নেমেছে মেট্রোপলিটন পুলিশ, ইয়কশায়ার পুলিশ এবং পশ্চিম মিডল্যান্ড পুলিশ। তবে কে বা কারা এ চিঠি দিয়েছে সে বিষয়ে এখনো অন্ধকারে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সূত্র: মিরর
এমজে.


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি