লন্ডনে সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে শামসুল হক ও তাঁর স্ত্রীর সাক্ষাত
প্রকাশিত : ২১:১২, ১৭ মে ২০১৬ | আপডেট: ২১:১২, ১৭ মে ২০১৬
যুক্তরাজ্যের লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন চিকিৎসাধীন কবি ও লেখক সৈয়দ শামসুল হক ও তাঁর স্ত্রী আনোয়ারা সৈয়দ হক।
সোমবার বিকেলে লন্ডনে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কবি। এসময় প্রধানমন্ত্রী কবির সুস্থতা কামনা করেন। দেশের সাহিত্য অঙ্গনের পাশাপাশি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে শামসুল হকের অমূল্য অবদানের কথা স্মরণ করেন তিনি। এছাড়া ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচি সফল করতে শামসুল হক আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘ দিন ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত শামসুল হক লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’এ অংশ নিতে বুধবার বুলগেরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন