লরেঞ্জো তানের পদত্যাগের রিজাল কমার্শিয়াল ব্যাংকের নতুন প্রেসিডেন্ট গিল বুয়েনাভেনতুরা
প্রকাশিত : ২১:১০, ১৭ মে ২০১৬ | আপডেট: ২১:১০, ১৭ মে ২০১৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় লরেঞ্জো তানের পদত্যাগের পর ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গিল বুয়েনাভেনতুরা।
এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আগামী পহেলা জুলাই থেকে কাজে যোগ দেবেন গিল বুয়েনাভেনতুরা। ফিলিপাইনের ডেভোলপমেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাংকিংয়ের মাধ্যামে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় তদন্ত শুরু হলে গেল ৬ই মে পদত্যাগ করেন লরেঞ্জো তান। এদিকে অর্থ চুরির ঘটনা তদন্তে আগামী ১৯শে মে আবারও শুরু হচ্ছে সিনেট কমিটির শুনানি।
আরও পড়ুন