ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘লর্ড’ শান্তর রানে ফেরা নিয়ে কী বললেন মুশফিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ৩১ অক্টোবর ২০২২

৫৫ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলার পথে নাজমুল হোসাইন শান্তর ছক্কার শট

৫৫ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলার পথে নাজমুল হোসাইন শান্তর ছক্কার শট

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের যে কয়জন ক্রিকেটারকে বেশি ট্রল করা হয়, নাজমুল হোসাইন শান্ত তাদের অন্যতম। বাজে ফর্মের কারণে তরুণ এই ওপেনারকে তো রীতিমত ‘লর্ড’ বলেও টিটকারি করে থাকেন অনেকে। 

তবে টাইগারদের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিমের মতে, এই ধরনের ট্রল বা মানসিক চাপ একজন ক্রিকেটারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

অসাধারণ ক্রিকেট প্রতিভার কারণে শান্তকে লম্বা রেসের ঘোড়া হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। রাজশাহীর এই তরুণ ক্রিকেটারের প্রতি টিম ম্যানেজম্যান্টের আশাটাও তাই অনেক বেশি। যদিও এখনও পর্যন্ত সেই আশার প্রতিদান দিতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। 

ব্যাট হাতে টানা ব্যর্থ হওয়ার পরও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে শান্ত জায়গা পাওয়ায় ক্রিকেট পাড়ায় কম সমালোচনা হয়নি তাকে নিয়ে। অবশ্য স্ট্রাইক রেট কম হলেও অস্ট্রেলিয়ার মাটিতে এখন নিয়মিত রান পাচ্ছেন শান্ত। 

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেই তো খেললেন ৫৫ বলে ৭১ রানের ঝলমলে এক ইনিংস। এর আগে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ বলে ২৫ রান করেন এই ওপেনার। এজন্য শান্তর প্রশংসা করতেও ভুল করেননি মুশফিক।

সম্প্রতি টি-স্পোর্টসের এক অনুষ্ঠানে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘একজন ব্যাটারের জন্য মানসিক চাপ সামলানো অনেক কঠিন। কারণ একজন বোলার কোনো স্পেলে খারাপ করলে আরেক স্পেলে দারুণ কিছু করতে পারেন। কিন্তু একজন ব্যাটারের জন্য তা স্রেফ এক বলের বিষয়।’

টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মুশি বলেন, ‘আপনি এক বলেই আউট হয়ে যেতে পারেন। সেদিক থেকে বলবো, শান্ত খুব ধীরস্থির খেলেছে। ভালো ম্যাচিউরিটি দেখিয়েছে। যদিও তার ইনিংসটা আরও বড় হলে আমাদের স্কোরটাও বড় হতো। টপ অর্ডারে একজনের রান করা প্রয়োজন ছিল। শান্ত সেই কাজটাই করেছে। এটা খুবই ভালো বিষয়।’

এদিকে, অনেক দিন পর বড় রান পেয়ে ফুরফুরে মেজাজেই আছেন টাইগার ওপেনার। এখন প্রস্তুতি নিচ্ছেন পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার। আগামী ২ নভেম্বর অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি