ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লর্ডসে প্রথম ইফতার আয়োজন করল ইসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৩ এপ্রিল ২০২২

ক্রিকেটের মক্কাখ্যাত ‘লর্ডসে’ প্রথমবারের মতো ইফতারের আয়োজন করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার স্টেডিয়ামের আইকনিক লং রুমে এ ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার পার্টিতে মুসলিম ক্রিকেটারদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীর ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। 

ইফতার অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতিফ নওয়াজ এবং তামিনা হুসেন। 

ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে পেরে দারুণ খুশি ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগ্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই নিয়ে একটি পোস্টও দেন তিনি। 

সেখানে মরগ্যান লেখেন, ‘লর্ডসে এই প্রথম ইফতারের আয়োজন করায় বৃহস্পতিবারের সন্ধ্যাটা সত্যিই উপভোগ্য হয়ে ওঠে। রামাদান কারিম।’

টুইট করেছেন ক্রিকইনফোর সাবেক প্রতিবেদক ও বর্তমানে ‘দ্য ক্রিকেটার’-এর সিনিয়র প্রতিবেদক জর্জ ডোবেল। তিনি লিখেছেন, ‘লর্ডসের লং রুমে ইফতারের নিমন্ত্রণ পেয়ে নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আমার সাথে আছেন আজিম রফিক, তাকে ছাড়া এই আয়োজন সম্ভব হতো না বলেই মনে হয়।’

আজিম রফিকও টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘লর্ডসে ইসিবির প্রথম ইফতার আয়োজনের অংশ হতে পেরে নিজেকে খুব সম্মানিত লাগছে। পরিশ্রম করে এই আয়োজনের জন্য তামিনা হুসেইন এবং তার দলকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, লর্ডস স্টেডিয়ামে এই প্রথম ইফতারের আয়োজন করা হয়। গত বছর অবশ্য মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে নার্সারি প্যাভিলিয়নে ইফতার অনুষ্ঠান হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি