ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লা লিগার শীর্ষে সেভিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৬ নভেম্বর ২০১৮

নিজেদের মাঠে রিয়াল ভালাদোলিদকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সেভিয়া। সেই সঙ্গে এক ধাপ করে নিচে নেমে গেছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
রোববার রাতে ১-০ গোলে জেতে ১৯৪৫-৪৬ মৌসুমে নিজেদের একমাত্র লিগ শিরোপাটি জেতা সেভিয়া।
ম্যাচের ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা। চলতি লিগে পর্তুগিজ এই ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।
১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ওঠা সেভিয়ার পয়েন্ট ২৬।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি