ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লা লিগায় এস্পানিওলকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল সোসিয়েদাদ

প্রকাশিত : ১৩:২৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:২৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

llস্প্যানিশ লা লিগায় জোনাথাসের জোড়া গোলে এস্পানিওলকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল সোসিয়েদাদ। এস্পানিওলের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা। ৫ মিনিটে জোনাথাসের গোলে সূচনা, এরপর ৮ মিনিটের মাথায় কার্লোস ব্যবধান বাড়ান। বিরতির পর ৫২ মিনিটে উইয়ারজাবাল আরো একটি গোল করে, বাড়িয়ে দেন স্বাগতিক দর্শকদের হতাশা। এর তিন মিনিট পর দিয়াগো রায়েসের গোলে উৎসবে মাতে সোসিয়েদাদ শিবির। খেলার শেষ মিনেটে জোনাথাস নিজের দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল সোসিয়েদাদ। এই জয়ে ২৩ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১তম স্থানে উঠে এলো তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি