ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লা লিগায় ফিরেই খেই হারিয়ে ফেলে বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চলতি মৌসুমের  ‍শুরুতেই হানসি ফ্লিকের অধিনে দারুণ শুরু করে বার্সেলোনা। তবে, বছরের শেষের দিকে এসে খেই হারিয়ে ফেল কাতালানরা। তবে, নতুন বছরে  ফের দুর্দান্ত পারফরম্যান্সে ফেরে হানসি ফ্লিকের দল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে নেয় বার্সা। এরপর কোপা দেল রে–র ষোড়শ রাউন্ডের ম্যাচে তারা ৫-১ গোলে রিয়াল বেটিসকে হারায়। কিন্তু লা লিগায় ফিরেই খেই  হারিয়ে ফেলল বার্সেলোনা। টেবিলের নিচের দিকের দল গেতাফের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও তারা ধরে রাখতে পারল না ব্যবধান। পয়েন্ট হারাল আরেকটি ম্যাচে।

বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন মাউরো আরামবারি।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর কোপা দেল রে–র ষোড়শ রাউন্ডের ম্যাচে তারা ৫-১ গোলে রিয়াল বেটিসকে হারায়। কিন্তু সেই কাতালানরাই সাম্প্রতিক সময়ে অন্যরকম আচরণ করছে লা লিগায়। পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে থাকা গেটাফের সঙ্গে বার্সা ১-১ গোলে ড্র করেছে।

গতকাল শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে যথারীতি দাপুটে ফুটবলই খেলেছে হ্যান্সি ফ্লিকের দল। দুই দলই একটি করে গোল করেছে প্রথমার্ধে। বার্সার জার্সিতে দারুণ সময় কাটানো জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন গেটাফের মাউরো আরামবারি। পয়েন্ট খোয়ানো বার্সা পুরো ম্যাচে বলের দখল রেখেছিল ৭৮ শতাংশ এবং শট নেয় ২১টি (লক্ষ্যে ৫)। বিপরীতে ১০ শট নিয়ে তাদের প্রায় সমান ৪টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।

এদিন ম্যাচের নবম মিনিটে প্রথম ভালো সুযোগেই কাতালানরা এগিয়ে যায়। প্রথম দফায় কুন্দের শট ঠেকিয়ে দিলেও, আবারও বল পেয়ে ফরাসি ডিফেন্ডার সেটি জালে জড়ান। এর আগে কুন্দে বলটি পেয়েছিলেন পেদ্রির কাছ থেকে। এরপর ১৫ ও ৩৩ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া হয় বার্সেলোনা। আলেহান্দ্রো বাল্‌দের প্রথম শটটি লক্ষ্যে ছিল না, আর পরেরবার রাফিনিয়ার হেড চলে যায় বাইরে দিয়ে।

বার্সার আক্রমণে তটস্থ হয়ে থাকা গেটাফে কিছুটা ভিন্ন ধারার আক্রমণে সমতায় ফেরে ৩৪ মিনিটে। বক্সের ভেতর থেকে স্বাগতিক এক ফুটবলারের ভলি গোলরক্ষক ইনাকি পেনা এক হাতে ফেরালেও, কাছেই থাকা আরামবারির পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১। বিরতির আগেই অবশ্য ফের লিড নিতে পারত বার্সা। কিন্তু রবার্ট লেভান্ডফস্কির হেড চলে যায় পোস্ট ঘেঁষে।

বিরতির পর লামিনে ইয়ামালের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বাইরে চলে যায়। এরপর দুই দফায় তাদের আক্রমণ ঠেকান স্বাগতিক গোলরক্ষক। শেষ পর্যন্ত আরও কয়েকটি আক্রমণ অব্যাহত রাখলেও আর গোল পাওয়া হয়নি কারও। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই ম্যাচটি শেষ হয়েছে। এ নিয়ে লা লিগার সবশেষ আট ম্যাচে সাতটিতেই পয়েন্ট হারাল ফ্লিকের শিষ্যরা। চার হারের সঙ্গে তিন ড্র এবং জয় মাত্র একটি।

লা লিগার শীর্ষ দুইয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ এবং রিয়ালের সঙ্গে ব্যবধান ফের বাড়ল বার্সার। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা তিনেই রয়েছে। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো শীর্ষে এবং এক ম্যাচ কম খেলা রিয়াল ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি