ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

লাইন অব কন্ট্রোলে ভারতীয় হামলায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে ভারতীয় বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪ জন। ভারতীয় সেনারা ‘যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন’ করে ওই এলাকায় প্রবেশ করে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতের নাম মাহমুদ ফারুক। তিনি ধারোটি নারি গ্রামের আলী আকবরের ছেলে। এ ছাড়া আহতরা হলেন, জিশান (১৮), সাব্বির (৬০), নাসের (৪৮) এবং শামস আফতাব (১২)।

কোটলির সহ-কমিশনার ওয়ালিদ আনোয়ার বলেন, গতকাল সন্ধ্যা ৫টার দিকে ভারতীয় জওয়ানরা নক্কাল সেক্টরে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে একজন দিনমজুর নিহত হন। আহত হন একই গ্রামের আরও ৪ জন।

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি