ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাইনে দাঁড়িয়ে আগাম ভোট দিলেন জো বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৩০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ডেলাওয়ার উইলমিংটন থেকে হোয়াইট হাউসে ফেরার আগে পাশের একটি কেন্দ্রে গিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তাকে লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে খোশগল্পও করতেও দেখা যায়। এমনকি বাইডেন হুইলচেয়ারে করে আসা একজন বৃদ্ধা নারীকেও সাহায্য করেন। 

প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেন বলেন, ‘চলুন, ভোট দিতে যাই।’

আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। এই সুবিধা কাজে লাগিয়ে দেশটির বহু নাগরিক নির্ধারিত দিনের আগে ভোটদানের জন্য আবেদন করে থাকেন। সেই তালিকায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও ছিলেন।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার পর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হন। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী।

কাফা/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি