লাকী আকন্দ ক্যান্সারে আক্রান্ত
প্রকাশিত : ১৫:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৬
দুরারোগ্য ব্যাধি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন বরেণ্য সঙ্গীত শিল্পী লাকী আকন্দ। নিরাময় অযোগ্য এ ব্যাধি তিলে তিলে শেষ করে দিচ্ছে এ সুরশ্রষ্ঠাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায় হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে লাকী আখন্দের শারীরিক অবস্থা অগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা
এমন অনেক গানেই, দর্শক-স্রোতার হৃদয় জুড়ে আছেন শিল্পী লাকী আকন্দ। ভাই হ্যাপি আখন্দ মারা যাওয়ার পর দীর্ঘদিন গানের কাছ থেকে দুরে ছিলে এই শিল্পী। দীর্ঘ ১০ বছর পর আবারও সরব হন নিজ অঙ্গনে। কিন্তু দুরারোগ্য ব্যাধি ফুসফুসের ক্যান্সার তাঁকে ঠেলে দিয়েছে হাসপালের বিছানায়।
নিজের সৃষ্টি এ গান নিয়ে বিস্ময় আছে তাঁর।
বিভিন্ন সময় দেশের বাইরে চিকিৎসা শেষে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে আছেন তিনি। তবে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানান চিকিৎসক।
১৯৫৬ সালে পুরান ঢাকায় জন্ম নেয় সংগীত জগতের এ নক্ষত্র মাত্র ১৪ বছরে বয়সেই এইচএমভি পাকিস্তানে সুরকার হিসেবে তালিকাভুক্ত হয়ে রেকর্ড করেছিলেন। নীল মনিহার নামে সংগীত জগতে পরিচিত এ প্রতিভা ১৬ বছর বয়সে এইচএমভি ভারতে সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হন। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র্রেও তালিকাভুক্ত হন লাকী আখন্দ।
দেশ এবং দেশের বাইরের সান্নিধ্য যেমন পেয়েছেন লাকী আকন্দ, তেমনি তার সান্নিধ্যে বিকশিত হয়েছেন অনেক শিল্পী। তাইতো তাঁকে নিয়ে অনেক স্বপ্নও ভক্তদের।
দৃঢ়চেতা এ সুরকার সুস্থ হয়ে আবার ফিরবেন দর্শক-শ্রোতার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন