ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাখো মানুষের চোখে জল, ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এই মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু এবং গাজা উপত্যকার ধ্বংসস্তূপের করুণ দৃশ্য হৃদয়ে ধারণ করে মানুষ শান্তির জন্য প্রার্থনা করেন।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে উপস্থিত ছিলেন হাজারো মানুষ, যারা ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে উচ্চকিত প্রতিবাদ জানিয়ে আল্লাহর কাছে শান্তি ও সমাধানের প্রার্থনা করেন।

মোনাজাতে বলা হয়, "ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার প্রতি চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান।" 
একই সঙ্গে মোনাজাতে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা কামনা করা হয়। 

এছাড়া শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ, বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়।

মোনাজাতে অংশ নেওয়া মো. শাহজাহান নামে এক বয়োজ্যেষ্ঠ শিক্ষক বলেন, “টেলিভিশনে ছোট ছোট শিশুদের লাশ দেখে ঘুম আসে না। আজ মোনাজাতে শুধু একটাই কথা বলেছি, 'হে আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করো’।”

এর আগে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সোয়া ৩টার দিকে 'মার্চ ফর গাজা' কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠছে, তখন বাংলাদেশেও 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' এর ব্যানারে আয়োজিত এই গণসমাবেশ ব্যাপক সাড়া পায়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি